মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত আইজি ড. বিপ্লব

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধি

এলাকা: ডেস্ক


বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) ও মাদারগঞ্জের গর্ব ড. আশরাফুর রহমান বিপ্লব সম্প্রতি রাজধানীতে মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি প্রকৌশলী মুনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক প্রকৌশলী ফয়সাল মাহমুদ, সাবেক সচিব প্রকৌশলী মো. আব্দুল আওয়াল, অধ্যাপক মো. আবুল কালাম আজাদসহ সমাজসেবক, শিক্ষাবিদ ও মুরুব্বিরা।

অনুষ্ঠানে ড. বিপ্লব বলেন, “মাদারগঞ্জের টান কখনোই ভুলতে পারি না। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা।” আলোচনায় উঠে আসে মাদারগঞ্জের অতীত স্মৃতি, শিক্ষাজীবন ও উন্নয়নের স্বপ্ন। উপস্থিত সবাই ড. বিপ্লবের সাফল্যে গর্বিত অনুভব করেন এবং তাঁকে “মাদারগঞ্জের উজ্জ্বল বাতিঘর” হিসেবে অভিহিত করেন।

মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই স্মরণীয় আয়োজন প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন