
প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধ
এলাকা: সিলেটের ফেঞ্চুগঞ্জ

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটটিকর গ্রামের তরুণ মোঃ ফুলেছ মিয়া (বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর) আজ মঙ্গলবার সকালে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটে সকাল আনুমানিক ১১টার দিকে, ফেঞ্চুগঞ্জ রেলওয়ে ব্রিজের নিচে। তিনি আরও দুইজনের সঙ্গে মাছ ধরতে নামেন। কিছুক্ষণ পর অন্য দুইজন নিরাপদে উঠলেও ফুলেছ মিয়া আর ফিরে আসেননি।
স্থানীয়দের সহায়তায় দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে তেমন স্রোত না থাকলেও পানির গভীরতা ও ঘোলা জলের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফুলেছ মিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়।
এই করুণ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। ফুলেছ মিয়ার মা-বাবা, ভাইবোন ও আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর নিথর দেহ বাড়িতে পৌঁছালে বাতাস ভারি হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে।
ফুলেছ মিয়া ছিলেন একজন সদা হাস্যোজ্জ্বল, ভদ্র ও পরোপকারী যুবক। পাড়া-প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি—তিনি যেন ফুলেছ ভাইকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।
আমিন।