মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত আইজি ড. বিপ্লব

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধি

এলাকা: ডেস্ক


বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) ও মাদারগঞ্জের গর্ব ড. আশরাফুর রহমান বিপ্লব সম্প্রতি রাজধানীতে মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি প্রকৌশলী মুনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক প্রকৌশলী ফয়সাল মাহমুদ, সাবেক সচিব প্রকৌশলী মো. আব্দুল আওয়াল, অধ্যাপক মো. আবুল কালাম আজাদসহ সমাজসেবক, শিক্ষাবিদ ও মুরুব্বিরা।

অনুষ্ঠানে ড. বিপ্লব বলেন, “মাদারগঞ্জের টান কখনোই ভুলতে পারি না। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা।” আলোচনায় উঠে আসে মাদারগঞ্জের অতীত স্মৃতি, শিক্ষাজীবন ও উন্নয়নের স্বপ্ন। উপস্থিত সবাই ড. বিপ্লবের সাফল্যে গর্বিত অনুভব করেন এবং তাঁকে “মাদারগঞ্জের উজ্জ্বল বাতিঘর” হিসেবে অভিহিত করেন।

মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই স্মরণীয় আয়োজন প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: সিলেট


ইউকে প্রবাসী কমিউনিটির অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি, সাংবাদিক ও সমাজসেবক, ডেইলি সানরাইজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব আহমদ আলী সাহেবের সাথে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন-এর সম্মানিত সভাপতি জনাব লাভলু মিয়া সুজন।

সাক্ষাৎকালে উভয়েই সাংবাদিকতা জগতের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা, প্রবাসী সমাজের ভূমিকা, এবং মানবিক ও সামাজিক উন্নয়নে সাংবাদিকদের দায়-দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জনাব আহমদ আলী তাঁর দীর্ঘ সাংবাদিকতা ও সামাজিক অভিজ্ঞতা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং বলেন, “আজকের সাংবাদিকদের উচিত কেবল সংবাদ পরিবেশন নয়, বরং সমাজের সঠিক প্রতিচ্ছবি উপস্থাপন করে জনসচেতনতা বাড়ানো।”

তিনি আরও বলেন, “সংবাদপত্র কেবল একটি তথ্যভিত্তিক মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। প্রবাসী সাংবাদিকদেরও এ দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন।”
জনাব লাভলু মিয়া সুজন এ সময় ফাউন্ডেশনের লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের সুরক্ষার জন্য গৃহীত নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, “আমাদের সংগঠন শুধু সাংবাদিকদের সমস্যা চিহ্নিত করছে না, বরং সেগুলোর বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছে।”

দুজনেই ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা ও কাজের আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে উভয়ের মধ্যে সৌজন্যমূলক উপহার বিনিময় হয় এবং স্মরণীয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করা হয়।

এই ঐতিহাসিক সাক্ষাৎ নিঃসন্দেহে সাংবাদিকতা, প্রবাসী কমিউনিটি এবং সমাজসেবার ক্ষেত্রে একটি অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

সিলেটের সাপ্লাইয়ে দুই সম্পাদকের সাক্ষাৎ