নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে যুব জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: হালিম মিয়া

এলাকা: টাঙ্গাইল

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৭’অক্টোবর ২০২৫) বাদ আসর পাকুটিয়া একটি মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ডা.নাহিদ এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো.জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী এবং অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর,পাকুটিয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মুফতী শফিকুল ইসলাম, বেকড়া ইউনিয়ন জামায়াত সহ সেক্রেটারি মাওলানা নূরুল আলম, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো.ফেরদৌস আহমেদ।সার্বিক পরিচালনায় দায়িত্বে ছিলেন সম্মানিত সদস্য মাওলানা মো.বাহাদুর ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, দেশের যুব সমাজ আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আদর্শিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শ, চারিত্রিক উৎকর্ষতা ও সমাজসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। আলোচনা পর্ব শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

উল্লেখ্য,পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের সমাবেশ শেষে ৩ও ৭ নং ওয়ার্ড যুব জামায়াতের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন