জামালপুরের শাহ মোঃ সুলতান “কানেক্ট লাইভ টোকিও ২০২৫” সম্মেলনে অংশগ্রহণ করবেন

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিজস্ব প্রতিনি

এলাকা: জামালপুর

জামালপুর প্রতিনিধি — সরিষাবাড়ি উপজেলার ছেলে শাহ মোঃ সুলতান এখন গর্বিত, কারণ তাঁকে গুগল লোকাল গাইড হিসেবে অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত করা হয়েছে “Connect Live Tokyo ২০২৫” সম্মেলনে অংশগ্রহণের জন্য, যা চলবে ২৪–২৫ জুলাই ২০২৫ তারিখে জাপানের টোকিওতে ।

✍️ গুগল ম্যাপে অবদানের প্রেক্ষাপট

শাহ মোঃ সুলতান Google Maps–এর মানোন্নয়ন এবং তথ্য হালনাগাদে নিয়মিত কাজ করে আসছেন।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ম্যাপ তথ্য সংগ্রহ ও আপডেটের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য আরও সহায়ক ম্যাপিং সিস্টেম গড়ে তুলতে ভূমিকা রেখেছেন ।

🌍 বাংলাদেশের প্রতিনিধি দল

টোকিও সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে মোট পাঁচ জন স্থানীয় গাইড অংশ নিচ্ছেন, যাদের মধ্যে শাহ মোঃ সুলতান একজন ।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে:

মাহাবুব হাসান (প্রতিষ্ঠাতা মডারেটর ও সাবেক রোড ম্যাকার)

বিশ্বজিৎ চক্রবর্ত্তী (রোড ম্যাপিং এক্সপার্ট)

মোঃ শফিউল বাশার (কানেক্ট প্ল্যাটফর্মের মডারেটর)

শাহ মোঃ সুলতান

শাকিল আখতার খান

🎙️ সম্মেলনের গুরুত্ব ও উদ্দেশ্য

“Connect Live Tokyo ২০২৫” সম্মেলনে পৃথিবীর ১৯টি দেশ থেকে প্রায় ৫০ জন অভিজ্ঞ ম্যাপ কন্ট্রিবিউটর অংশগ্রহণ করবেন ।

গুগলের সিনিয়র কর্মকর্তারা এতে নতুন ম্যাপ প্রযুক্তি ও ফিচার তুলে ধরবেন, আর প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও সংস্কারিত ম্যাপ সংক্রান্ত চ্যালেঞ্জ শেয়ার করবেন ।

বিশ্বজিৎ চক্রবর্ত্তী বলেন, “গত ৫ বছরে আমি ২০ হাজারের বেশি রাস্তা ম্যাপে যুক্ত করেছি। সম্মেলনে অংশগ্রহণ করে সরাসরি গুগলের টেক টিমের সামনে আমাদের সমস্যা তুলে ধরার সুযোগ পাব” ।

শফিউল বাশার জানিয়েছেন, “আমি অ্যাক্সেসিবিলিটি নিয়ে কাজ করছি এবং গুগল বিষয়টি গুরুত্ব দিচ্ছে; আমাদের উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্ব পাবে” ।

✅ বাংলাদেশের অংশগ্রহণ—একটি স্বীকৃতি

এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা শুধু দেশের বিখ্যাত ছবি তুলে ধরছেন না, বরং গুগল ম্যাপসের উন্নয়নে দেশের অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন ।

স্থানীয় গাইডদের অবদানকে সম্মেলন অংশগ্রহণ আরও দৃঢ় প্রমাণ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন