
প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট
এলাকা: ডেস্ক

সৌদি আরবের খেজুর গাছ এখন কাশিমপুরে, অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
সংবাদ প্রতিবেদক: কাজল
বাংলাদেশে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা ঘটেছে। সৌদি আরবের বিখ্যাত আজুয়া মরিয়ম ও কলমা মরিয়ম প্রজাতির খেজুর গাছ এখন মিলছে গাজীপুরের কাশিমপুর নামাবাজার রোডে, যুবরাজের কাছেই। দীর্ঘদিন ধরে আরবের মরুভূমিতে সীমাবদ্ধ থাকা এই খেজুর এখন বাংলাদেশের মাটিতেও লাগানো সম্ভব হচ্ছে—এ যেন আমাদের দেশের কৃষি ও অর্থনীতির জন্য এক আনন্দঘন খবর। যারা খেজুর গাছ কিনতে আগ্রহী, তারা সরাসরি যুবরাজের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ নম্বর: ০১৭৫৯-৯৪৫৮৯১।
খেজুর গাছ শুধু সুস্বাদু ফলই দেয় না, এটি গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। বাংলাদেশে খেজুরের বাণিজ্যিক চাষ শুরু হলে কৃষকদের নতুন আয়ের পথ খুলবে, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, এবং আমদানি নির্ভরতা কমবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ বাংলাদেশের কৃষিকে আরও বহুমাত্রিক করবে এবং বিশ্ববাজারে রপ্তানির সুযোগ তৈরি করবে।
এমন এক সময়ে সৌদি খেজুর গাছের আগমন আমাদের দেশের কৃষিখাতে শক্তিশালী পুঁজি হিসেবে কাজ করবে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক সংবাদ, যা বাংলাদেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করার পথে বড় ভূমিকা রাখবে।