কুমিল্লার দেবীদ্বারে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/

এলাকা: কুমিল্লা দেবিদ

মোবাইল- ক্যামেরা ও নগদ অর্থ ছিনতাই, ১২ জন আহত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় সংবাদ সংগ্রহে গিয়ে ৮ জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মোট ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিকরা

আহতদের মধ্যে রয়েছেন—

পারভেজ সরকার (দৈনিক দিনকাল)

নেছার উদ্দিন (এশিয়ান টিভি)

সোহরাব হোসেন (দৈনিক আজকের কুমিল্লা)

মো. আনোয়ার হোসেন (দৈনিক ডাক প্রতিদিন)

আবু বক্কর ছিদ্দিক (দৈনিক আমার দেশ)

জহিরুল ইসলাম মারুফ (দৈনিক কালবেলা)

মো. শাহজালাল (দৈনিক ভোরের দর্পণ)

সাইফুল ইসলাম সজিব (এটিএন এমসিএল নিউজ)

এছাড়া সাংবাদিক সোহরাব হোসেনের বাবা মো. জাকির হোসেন (৫০), মা নার্গিস বেগম (৪২), স্ত্রী বৃষ্টি আক্তার (২০) ও ছোট বোন রুমি আক্তার (১৮) হামলায় গুরুতর আহত হন।

বিরোধের পটভূমি

স্থানীয় সূত্র জানায়, দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের উটখাড়া মাজারের খাদেম মৃত আব্দুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহজাহান পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার হামলা ও মামলা দায়ের হলেও সমাধান হয়নি। সর্বশেষ, চলাচলের একমাত্র রাস্তাটি দেয়াল তুলে বন্ধ করে দেওয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

সালিশে যাওয়ার পথে হামলা

২ অক্টোবর বিকেল ৩টার দিকে এলাহাবাদ পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সালিশের আয়োজন করা হয়। সাংবাদিকরা সালিশ কভার করতে গিয়ে পাশের একটি চায়ের দোকানে অবস্থানকালে শাহজাহান, জসিম উদ্দিন, সাগর, মজলু, বিল্লালসহ ২৫–৩০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিকদের বেধড়ক মারধর করে এবং তাদের সরঞ্জাম ছিনিয়ে নেয়।

চিকিৎসা

গুরুতর আহত সাংবাদিক ও তাদের স্বজনদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের বক্তব্য

দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক বলেন,

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন