ঈশ্বরদীতে আসফ-এর রাজশাহী ও খুলনা বিভাগীয় কমিটি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: জাকির হোসেন নিজস্ব প্রতিনিধ

এলাকা: রাজশাহী

,

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর রাজশাহী ও খুলনা বিভাগীয় স্পেশাল টিম গঠনের উদ্যোগে ঈশ্বরদীর কাশ্মীরি ফুড গার্ডেনে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার চেয়ারম্যান এনামুল হক আয়ুব ও নির্বাহী পরিচালক মানবতার ফেরিওয়ালা এম এম আব্দুল হক-এর দিকনির্দেশনায় এই বিভাগীয় কমিটি গঠন ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবগঠিত স্পেশাল টিমের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব সুবির কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক মো. আব্দুল হোসেন (ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুস সালাম (ব্যবস্থাপনা পরিচালক, শাওনচা কোম্পানি), মো. রিয়াদুল জান্নাত (ব্যবস্থাপনা পরিচালক, জমজম স্পেশালাইস্ট হাসপাতাল), কবি ও সাংবাদিক এসএম রাজা, এবং ঈশ্বরদীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভার শুরুতে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা মানবাধিকার রক্ষায় আসফ-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের অবহেলিত, নির্যাতিত ও বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে এর কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, নির্বাহী পরিচালক এম এম আব্দুল হক সাহেবের অনুপ্রেরণায় আসফ আজ দেশের বিভিন্ন স্থানে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর নেতৃত্বে সংস্থাটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের বক্তব্য ও শপথ গ্রহণের মাধ্যমে পুলিশি প্রটোকলে মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন