আমার দেশ” সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মো. হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি

এলাকা: ডেস্ক

 

ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতায় বারবার নির্যাতনের শিকার হওয়া জনপ্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে আমার দেশ পাঠক ফোরাম এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ এর নাগরপুর প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান। এতে বক্তব্য রাখেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল আমিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর ‘৭১ টেলিভিশনের’ মালিক কর্তৃক সম্পাদক ড. মাহমুদুর রহমান ও পত্রিকাটির অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে ওই টেলিভিশনের সম্প্রচার বন্ধেরও দাবি জানানো হয়।”

তারা আরও বলেন, “সততার সাথে সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমানকে একাধিকবার কারাবরণ, শারীরিক নির্যাতন ও দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আজও নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ‘হাসিনার দোসর’ মোস্তফা কামালসহ একটি মহল। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ‘আমার দেশ’-এর সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন